বিষয়ঃ ভারতীয় গণপরিষদ
১) গণপরিষদ কাকে বলে? ভারতীয়
গণপরিষদের গঠন আলোচনা করো।
উত্তরঃ
গণপরিষদের সংজ্ঞা
গণতান্ত্রিক রিতিনীতি অনুসারে একটা দেশের শাসনব্যবস্থা সেই
দেশের নাগরিকদের দ্বারা রচিত হওয়া উচিৎ। কিন্ত দেশবাসীর সকলের পক্ষে সংবিধান রচনার
কাজে সরাসরি অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার। তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে
নিয়ে একটা সংস্থ্যা গঠিত হয়। এই সংস্থ্যাই দেশ ও দেশবাসীর জন্য একটি সংবিধান
প্রণয়ন করে। এই সংস্থ্যাটিকেই গণপরিষদ বলা হয়ে থাকে। জওহরলাল নেহেরুর মতে, দেশবাসীর জীবনধারায় একটি নতুন জীবন পদ্মতির সংহিতা যে
জনপ্রতিনিধিরা প্রণয়ন করেন তাদের একত্রে গণপরিষদ বলে।
ভারতীয় গণপরিষদের গঠনঃ
১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন ভারতীয় গণপরিষদ গঠনের কার্যক্রম
শুরু করে। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী চারটি মূলনীতির ভিত্তিতে ভারতীয়
গণপরিষদ গঠিত হয়, এগুলি হল...
i) ব্রিটিশ-শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলো তাদের জনসংখ্যার
অনুপাতে গণপরিষদে আসন পাবে ।
ii) গণপরিষদের সকল আসন সাধারন, মুসলমান ও শিখ এই তিন সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে
বিভক্ত হবে।
iii)
প্রাদেশিক আইনসভাগুলিতে অবস্থিত প্রতিটি সম্প্রদায়ের
সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্পদায়ের
প্রতিনিধিদের নির্বাচিত করবে।
iv) দেশীয় রাজ্যগুলিকে ৯৩ জন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া হয়।
যার ৫০ শতাংশ নির্বাচিত হবেন এবং ৫০ শতাংশ মনোনীত হবেন।
ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদ গঠনের জন্য ১৯৪৬
সালের জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। চিফ কমিশনার শাসিত চারটি আসনসহ ব্রিটিশ
ভারত থেকে মোট ২৯৬ জন সদস্য নির্বাচনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণপরিষদ
গঠনের ক্ষেত্রে মিশন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নীতি স্বীকার করেনি। গণপরিষদের
সদস্যরা সাম্প্রতিক নির্বাচনে গঠিত প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত
হন।
গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় ৩৮৯ জন, এর মধ্যে এগারোটি
ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবে ২৯২ জন সদস্য। দেশীয় রাজ্যগুলি থেকে আসবে ৯৩ জন
সদস্য এবং চারজন সদস্য আসবে চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে।
ব্রিটিশ ভারতের জন্য নির্দিষ্ট আসনগুলি আবার সাম্প্রদায়িক বৃদ্ধিতে বিভক্ত
হয়। যেমন মুসলমানদের জন্য ৭৮টি, শিখদের জন্য ৪টি এবং সাধারণের জন্য ২১০টি আসন নির্দিষ্ট হয়।
এই নির্বাচনে জাতীয় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ২০৮টি আসন পায়। মুসলিম লীগ ৭৩টি এবং নির্দল প্রার্থীরা পায় ৮টি আসন। এছাড়া ইউনিওনিস্ট, ইউনিওনিস্ট মুসলিম, ইউনিওনিস্ট তফসিলি জাতি, কৃষক প্রজা, তফসিলি জাতি ফেডারেশন,শিখ(অকংগ্রেস) এবং কমিউনিস্টরা একটি করে আসন পায়।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর;
১) ভারতীয় গণপরিষদ কবে
গঠিত হয়?
উত্তর: ৯ ডিসেম্বর ১৯৪৬।
২) গণপরিষদের প্রথম
অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: দিল্লির
কনস্টিটিউয়েন্ট হল।
৩) ভারতীয় গণপরিষদ
গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: স্বাধীন ভারতের
সংবিধান প্রণয়ন।
৪) গণপরিষদের প্রথম
সভাপতি কে ছিলেন?
উত্তর: ড. সচ্চিদানন্দ
সিনহা।
৫) গণপরিষদের স্থায়ী
সভাপতি হিসেবে কে নিযুক্ত হন?
উত্তর: ড. রাজেন্দ্র
প্রসাদ।
৬) ভারতীয় গণপরিষদের
গঠন কীসের ভিত্তিতে করা হয়েছিল?
উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তিতে।
৭) গণপরিষদের মোট
সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ৩৮৯ জন।
৮) ভারত বিভাগের পর
গণপরিষদের কতজন সদস্য ছিলেন?
উত্তর: ২৯৯ জন।
৯) গণপরিষদের সদস্যদের
মধ্যে কতজন ব্রিটিশ প্রাদেশিক পরিষদ থেকে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: ২৯৬ জন।
0 মন্তব্যসমূহ