University of Burdwan
1st Semester Minor Political Science
Suggestion with Answer 2025
Paper: Political Theory
University
of Burdwan
1st Semester
Minor Suggestion with Answer 2025
Paper:
Political Theory
১০ নম্বরের প্রশ্নোত্তর;
১) রাজনীতি চর্চায় সাবেকী দৃষ্টিভঙ্গি সম্পর্কে
আলোচনা করো।
২) সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো।
৩) সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো।
৪) রাষ্ট্র সম্পর্কে আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।
৫) রাজনীতি চর্চায় মার্কসীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা
করো।
৬) উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
৫ নম্বরের প্রশ্নোত্তর
১) সংক্ষেপে আচরণবাদী
দৃষ্টিভঙ্গীটি আলোচনা করো।
২) সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৩) সাম্যের ধারণাটি আলোচনা করো।
৪) রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো।
৫) আচরণবাদী ও উত্তর-আচরণবাদী দৃষ্টিভঙ্গীর মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ
করো।
৬) নয়া-উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
৭) রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্বটি আলোচনা করো।
৮) রাষ্ট্র সম্পর্কে গান্ধীজীর তত্ত্বটি আলোচনা করো।
২ নম্বরের প্রশ্নোত্তর;
১) রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও।
উত্তর; রাজনৈতিক তত্ত্ব
বলতে রাজনীতি, রাষ্ট্র, ক্ষমতা, কর্তৃত্ব, শাসনব্যবস্থা, স্বাধীনতা, সাম্য ও ন্যায়ের মতো মৌলিক
ধারণাগুলোর বিশ্লেষণ ও ব্যাখ্যাকে বোঝায়। এটি রাজনৈতিক জীবনের উদ্দেশ্য, প্রকৃতি ও কার্যপ্রণালী সম্পর্কে সুসংহত চিন্তা
প্রদান করে। রাজনৈতিক তত্ত্ব কেবল বিদ্যমান রাজনৈতিক বাস্তবতাকে ব্যাখ্যা করে না, বরং আদর্শ রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের
দিকনির্দেশনাও দেয়।
২) আচরণবাদের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো।
উত্তর; আচরণবাদী
দৃষ্টিভঙ্গির দুজন প্রধান প্রবক্তা হলেন — ডেভিড ইস্টন (David Easton) এবং গ্যাব্রিয়েল আলমন্ড (Gabriel Almond)
৩) উত্তর-আচরণবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে?
উত্তর; উত্তর-আচরণবাদী
দৃষ্টিভঙ্গি হলো আচরণবাদী চিন্তাধারার সীমাবদ্ধতার প্রতিক্রিয়ায় গড়ে ওঠা একটি
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যা
রাজনীতিকে কেবল মূল্যনিরপেক্ষ ও পরিসংখ্যানভিত্তিকভাবে বিশ্লেষণ না করে সামাজিক
বাস্তবতা, নৈতিকতা ও মানবকল্যাণের সঙ্গে যুক্ত করে দেখে।
ডেভিড ইস্টনের নেতৃত্বে এই দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। এটি মনে করে রাজনৈতিক তত্ত্বের
উদ্দেশ্য হওয়া উচিত সমাজের বাস্তব সমস্যার সমাধান ও ন্যায় প্রতিষ্ঠা।
৪) দুজন সাবেকি রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো।
উত্তর; দুজন সাবেকি রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো— প্লেটো (Plato) এবং অ্যারিস্টটল (Aristotle)
৫) 'উৎপাদন শক্তি' বলতে তুমি কী
বোঝো?
উত্তর; উৎপাদন শক্তি’ বলতে সমাজে উৎপাদন প্রক্রিয়ায়
ব্যবহৃত সমস্ত উপাদানের সমষ্টিকে বোঝায়। এর মধ্যে মানুষ শ্রমশক্তি, দক্ষতা, জ্ঞান,
অভিজ্ঞতা এবং উৎপাদনের উপকরণ যেমন—যন্ত্রপাতি, প্রযুক্তি, কাঁচামাল প্রাকৃতিক সম্পদ অন্তর্ভুক্ত
থাকে। মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে উৎপাদন শক্তি সমাজের অর্থনৈতিক ভিত্তি গঠন করে এবং
সমাজের উন্নয়ন ও পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে।
৬) সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের যেকোনো দুটি
সীমাবদ্ধতা উল্লেখ করো।
উত্তর; সার্বভৌমিকতার
বহুত্ববাদী তত্ত্বের দুটি প্রধান সীমাবদ্ধতা হলো—
i) রাষ্ট্রের কর্তৃত্ব দুর্বল
হয়ে পড়ে: এই তত্ত্বে
রাষ্ট্রকে অন্যান্য সামাজিক গোষ্ঠীর সমপর্যায়ে রাখা হয়, ফলে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব ক্ষুণ্ণ হয়। এর ফলে
আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণ কঠিন হয়ে পড়ে।
ii) রাজনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা
সৃষ্টি হয়: বিভিন্ন গোষ্ঠী ও
প্রতিষ্ঠানের সমান ক্ষমতা স্বীকৃত হলে স্বার্থের সংঘাত বৃদ্ধি পায়। এতে সিদ্ধান্ত
গ্রহণে জটিলতা সৃষ্টি হয় এবং রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে ওঠে।
৭) সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বটি কী?
উত্তর; সার্বভৌমিকতার
একত্ববাদী তত্ত্ব হলো সেই তত্ত্ব, যার মতে রাষ্ট্রের
সার্বভৌমিক ক্ষমতা একক, অবিভাজ্য ও
সর্বোচ্চ। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রই একমাত্র সার্বভৌম কর্তৃপক্ষ এবং তার ক্ষমতার
ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই। জঁ বোদা ও হোবস এই তত্ত্বের প্রধান
প্রবক্তা। রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন ও নিয়ন্ত্রণের
ক্ষমতা এককভাবে রাষ্ট্রের হাতেই ন্যস্ত থাকে।
৮)
সার্বভৌমিকতার যেকোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর; সার্বভৌমিকতার দুটি
প্রধান বৈশিষ্ট্য হলো—
i) সর্বোচ্চতা: সার্বভৌমিকতা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বোঝায়, যার ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই।
রাষ্ট্রের সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।
ii) অবিভাজ্যতা: সার্বভৌমিক ক্ষমতা কখনো ভাগ করা যায় না। যদি ক্ষমতা
বিভক্ত হয়, তবে তা আর সার্বভৌমিক থাকে
না। তাই সার্বভৌমিকতা একক ও অবিভাজ্য বলে গণ্য হয়।
৯)
উদারনীতিবাদের যেকোনো দুজন প্রবক্তার নাম উল্লেখ করো।
উত্তর; উদারনীতিবাদের দুজন
প্রধান প্রবক্তা হলেন— জন লক (John Locke) এবং জন স্টুয়ার্ট মিল
(John Stuart Mill)
১০) নয়া
উদারনীতিবাদ বলতে কী বোঝো?
উত্তর; নয়া উদারনীতিবাদ বলতে এমন একটি রাজনৈতিক-অর্থনৈতিক
মতবাদকে বোঝায়, যা
মুক্তবাজার অর্থনীতি, ব্যক্তিস্বাধীনতা, বেসরকারিকরণ ও রাষ্ট্রের সীমিত ভূমিকার উপর গুরুত্ব দেয়। এটি ধ্রুপদি
উদারনীতির আধুনিক রূপ, যেখানে বাজারকে অর্থনৈতিক উন্নয়নের
প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হয়। নয়া উদারনীতিবাদ রাষ্ট্রের হস্তক্ষেপ কমিয়ে
প্রতিযোগিতা, বিশ্বায়ন ও ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করে
১১) রাজনৈতিক
সাম্য বলতে কী বোঝায়?
১২) নেতিবাচক
স্বাধীনতা কাকে বলে?
১৩) মহাত্মা
গান্ধীর লেখা যেকোনো দুটি গ্রন্থের নাম লেখো।
১৪)
রাষ্ট্রের সংজ্ঞা দাও।
১৫)
উদারনৈতিক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
১৬) রাজনীতির
একটি আধুনিক সংজ্ঞা দাও।
১৭) রাজনীতি
চর্চার সনাতনী দৃষ্টিভঙ্গির যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।
১৮)
একত্ববাদী সার্বভৌমিকতা তত্ত্বের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।
১৯)
বহুত্ববাদী সার্বভৌমিকতা তত্ত্বের যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
২০)
স্বাভাবিক অধিকার বলতে তুমি কী বোঝো?
২১) 'ভোটদানের
অধিকার'টি
কোন প্রকারের অধিকার?
২২)
স্বাধীনতার সংজ্ঞা দাও।
২৩)
স্বাধীনতা ও সাম্য বিরোধাত্মক নয়- এই বক্তব্যের সমর্থনে একটি যুক্তি দেখাও।
২৪) Two Treatises of Government" গ্রন্থটি
কে রচনা করেন এবং কত সালে এটি প্রকাশিত হয়?
২৫)
নয়া-উদারনীতিবাদের যে কোনো দুজন প্রবক্তার নাম উল্লেখ করো।
২৬) গান্ধীর
রাষ্ট্রহীন সমাজের নাম কী?
২৭) 'সর্বদোষমুক্ত
যৌক্তিকতা'
(perfected rationality) রূপে রাষ্ট্রকে কে চিহ্নিত করেছেন?
২৮) কার্ল
মার্কস রাষ্ট্রের 'আপেক্ষিক স্বাতন্ত্র্য' বলতে কী
বুঝিয়েছিলেন?
২৯) আধুনিক
উদারনীতিবাদীরা জনকল্যাণকামী রাষ্ট্র বলতে কী বুঝিয়েছেন?
৩০) কমিউনিস্ট ম্যানিফেস্টো" কারা রচনা করেন ও কত সালে এটি প্রকাশিত হয়?

0 মন্তব্যসমূহ