West Bengal State University
UG 6th Semester Political Science Notes
Paper: Major/DS 12 Political Sociology
রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। Political Science এর জন্য সহজ ভাষায় লেখা বাংলা নোটস, পরীক্ষাভিত্তিক প্রশ্ন–উত্তরসহ।, রাজনৈতিক সমাজতত্ত্ব, রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব, রাজনৈতিক সমাজতত্ত্বের বিকাশ, Political Sociology in Bengali, Political Sociology Notes, রাষ্ট্রবিজ্ঞান অনার্স নোটস, BA Political Science Bengali Notes, MA Political Science Notes Bengali, রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ, রাজনৈতিক সমাজতত্ত্ব কী?, রাজনৈতিক সমাজতত্ত্বের জনক কে?, ম্যাক্স ওয়েবারের রাষ্ট্র ধারণা কী?, রাজনৈতিক সমাজতত্ত্ব কেন গুরুত্বপূর্ণ?, সমাজতত্ত্ব কী?,
১) রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আলোচনা করো।
উত্তর:
ভূমিকা;
রাজনৈতিক সমাজতত্ত্ব সমাজবিজ্ঞানের একটি
গুরুত্বপূর্ণ শাখা, যা সমাজ ও
রাজনীতির পারস্পরিক সম্পর্ক, ক্ষমতার
বণ্টন, রাষ্ট্রের ভূমিকা,
রাজনৈতিক প্রতিষ্ঠান, আন্দোলন এবং সামাজিক শ্রেণির সঙ্গে রাজনীতির
যোগসূত্র বিশ্লেষণ করে। সমাজে ক্ষমতা কীভাবে গঠিত, রক্ষিত ও পরিবর্তিত হয়—এই প্রশ্নের উত্তর
অনুসন্ধানই রাজনৈতিক সমাজতত্ত্বের মূল লক্ষ্য।
রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব;
রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের শুরুতে শিল্পবিপ্লব, আধুনিক রাষ্ট্রব্যবস্থার বিকাশ এবং গণতান্ত্রিক রাজনীতির প্রসারের প্রেক্ষাপটে ঘটে। শিল্পায়নের ফলে সমাজে নতুন নতুন শ্রেণি সৃষ্টি হয়, যেমন পুঁজিপতি ও শ্রমিক শ্রেণি। এর সঙ্গে সঙ্গে শ্রেণি-সংঘাত, ক্ষমতার অসম বণ্টন এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপিত হয়। এসব পরিবর্তন সমাজবিজ্ঞানীদের রাজনীতি ও সমাজের সম্পর্ক নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। এই ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন কার্ল মার্ক্স। তিনি সমাজের অর্থনৈতিক কাঠামোকে রাজনীতির ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেন। মার্ক্সের মতে, রাষ্ট্র হলো শাসক শ্রেণির স্বার্থ রক্ষার একটি যন্ত্র এবং রাজনৈতিক ক্ষমতা মূলত অর্থনৈতিক ক্ষমতারই প্রতিফলন। তাঁর শ্রেণি-সংগ্রামের তত্ত্ব রাজনৈতিক সমাজতত্ত্বের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)
একই সময়ে
ম্যাক্স ওয়েবার রাজনীতিকে কেবল
অর্থনীতির ফল হিসেবে না দেখে ক্ষমতা, কর্তৃত্ব ও বৈধতার ধারণার মাধ্যমে বিশ্লেষণ করেন। তিনি রাষ্ট্রকে বৈধ সহিংসতার
একচেটিয়া অধিকারী প্রতিষ্ঠান হিসেবে সংজ্ঞায়িত করেন এবং আমলাতন্ত্রের ভূমিকা
ব্যাখ্যা করেন। ওয়েবারের বিশ্লেষণ রাজনৈতিক সমাজতত্ত্বকে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি
প্রদান করে। এছাড়া এমিল দুর্খেইম সমাজে নৈতিকতা, সংহতি ও
সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বিশ্লেষণ করে রাজনীতি ও সমাজের সম্পর্ক বোঝার
ক্ষেত্রে অবদান রাখেন। তাঁর কাজ রাজনৈতিক সমাজতত্ত্বকে সামাজিক সংহতির দৃষ্টিকোণ
থেকে ভাবতে সাহায্য করে।
রাজনৈতিক সমাজতত্ত্বের বিকাশ;
বিশ শতকে রাজনৈতিক সমাজতত্ত্ব
আরও বিস্তৃত ও সমৃদ্ধ হয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফ্যাসিবাদ ও সমাজতন্ত্রের উত্থান, উপনিবেশবাদ ও উপনিবেশমুক্তি আন্দোলন—এসব
ঘটনাবলি রাষ্ট্র, ক্ষমতা ও
জাতীয়তাবাদ নিয়ে নতুন বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করে। এই সময়ে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজনৈতিক দল, ভোটব্যবস্থা এবং সামাজিক আন্দোলন রাজনৈতিক
সমাজতত্ত্বের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে ওঠে। দ্বিতীয়
বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রগঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক
আধুনিকায়ন নিয়ে ব্যাপক গবেষণা হয়। পাশাপাশি নারীবাদী রাজনৈতিক সমাজতত্ত্ব,
জাতিগত ও পরিচয়ভিত্তিক রাজনীতি,
এবং বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণের
মাধ্যমে এই শাস্ত্র নতুন দিগন্তে প্রবেশ করে।
উপসংহার;
পরিশষে বলা যায়, রাজনৈতিক সমাজতত্ত্ব সমাজ ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক বোঝার একটি শক্তিশালী তাত্ত্বিক কাঠামো প্রদান করে। এর উদ্ভব শিল্পায়ন ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে হলেও, এর বিকাশ আজও চলমান। পরিবর্তনশীল বিশ্বে ক্ষমতা, রাষ্ট্র ও সমাজের জটিল সম্পর্ক অনুধাবনে রাজনৈতিক সমাজতত্ত্বের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
এই পেপারের ওপর অন্যান্য নোটস
Unit-1
১) রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আলোচনা করো।
উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো
২) রাজনৈতিক সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো।
উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।
৩) রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও পরিধি উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।
৪) রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও। এর বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।
৫) রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।
মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)
৬) রাজনৈতিক সমাজীকরণ বলতে কী বোঝো? এর প্রধান নির্ধারকগুলো উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৭) রাজনৈতিক অংশগ্রহণের সংজ্ঞা দাও। রাজনৈতিক অংশগ্রহণের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৮) নির্বাচকমণ্ডলী (Electorate) বলতে কী বোঝো? ভারতে নির্বাচকমণ্ডলীর প্রধান যোগ্যতাগুলি উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৯) নির্বাচলী আচরন বলতে কী বোঝ? ভারতে নির্বাচনী আচরন প্রভাবিতকারী প্রধান উপাদাগুলি উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
Unit-2
১) রাজনৈতিক যোগাযোগ (Political Communication) বলতে কী বোঝো? এর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
২) রাজনৈতিক যোগাযোগের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৩) রাজনৈতিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলি উল্লেখ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৪) রাজনৈতিক যোগাযোগের প্রধান মডেলগুলি (Models of Political Communication) আলোচনা করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৫) রাজনৈতিক উন্নয়ন (Political Development) বলতে কী বোঝো? এর প্রধান তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলি ব্যাখ্যা করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৬) আধুনিকীকরণ (Modernisation) ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৭) সামাজিক স্তরবিন্যাস (Social Stratification) ও রাজনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৮) রাজনীতিতে জাতি, উপজাতি ও ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।
৯) সামরিক হস্তক্ষেপের বিভিন্ন শর্ত ও বিভিন্ন রূপগুলি (Modes of Intervention) আলোচনা করো।
উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে।


0 মন্তব্যসমূহ