রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা | Political Culture |

Ad Code

রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা | Political Culture |

West Bengal State University
UG 6th Semester Political Science Notes
Paper: Major/DS 12 Political Sociology

 রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করো। Political Science বাংলা নোটস – কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবর্তন,রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা, Political Culture Role, Political Stability and Change, Political Science Bengali Notes, রাষ্ট্রবিজ্ঞান নোটস বাংলা, Almond Political Culture, কলেজ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর, রাজনৈতিক স্থিতিশীলতা বলতে কী বোঝায়?, রাজনৈতিক সংস্কৃতি কীভাবে স্থিতিশীলতা বজায় রাখে?, রাজনৈতিক পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা কী?, Political Culture, Political Stability, Political Change, রাষ্ট্রবিজ্ঞান নোটস, Political Science Bengali, College & University Notes



৫) রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর:

ভূমিকা;

রাজনৈতিক সংস্কৃতি একটি সমাজের মানুষের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ, মনোভাব ও আচরণের সামগ্রিক রূপকে বোঝায়। মানুষ রাষ্ট্র, সরকার, আইন, ক্ষমতা ও রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি কীভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করে—তার ওপর রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব ও পরিবর্তন অনেকাংশে নির্ভর করে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কিংবা রাজনৈতিক পরিবর্তন সাধনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক ব্যবস্থা কেবল সংবিধান বা আইনের ওপর নয়, বরং জনগণের রাজনৈতিক সংস্কৃতির ওপর দাঁড়িয়ে থাকে

মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)

একবার নোটস নিলে সেই পেপারের ওপর পরবর্তীতে আরো কোনো পেশ্নের উত্তর দরকার হলে সেটা দিয়ে দেওয়া হবে। 

রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা;

রাজনৈতিক স্থিতিশীলতা বলতে একটি রাজনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতা, শাসনব্যবস্থার গ্রহণযোগ্যতা এবং দীর্ঘমেয়াদে সংঘাতহীন অবস্থাকে বোঝায়। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক সংস্কৃতি বিভিন্নভাবে ভূমিকা পালন করে। যেমন-


প্রথমত, জনগণের রাজনৈতিক বিশ্বাস যদি রাষ্ট্র ও সরকারের প্রতি ইতিবাচক হয়, তবে শাসনব্যবস্থা বৈধতা লাভ করে। বৈধতা থাকলে মানুষ আইন মেনে চলে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে


দ্বিতীয়ত, গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক স্থিতিশীলতা জোরদার করে। সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, বিরোধী মতের প্রতি সম্মান এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মানসিকতা থাকলে রাজনৈতিক সংকট সহিংস রূপ নেয় না। এতে রাজনৈতিক দ্বন্দ্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সমাধান হয়


তৃতীয়ত, রাজনৈতিক অংশগ্রহণমূলক সংস্কৃতি স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। জনগণ যদি ভোটদান, আলোচনা ও নাগরিক কর্মকাণ্ডে সক্রিয় থাকে, তবে তারা রাষ্ট্রকে নিজেদের প্রতিষ্ঠান বলে মনে করে। এর ফলে রাজনৈতিক বিচ্ছিন্নতা ও বিদ্রোহের সম্ভাবনা কমে যায়। রাজনৈতিক সমাজতাত্ত্বিক গ্যাব্রিয়েল আলমন্ড মনে করেন, অংশগ্রহণমূলক ও আনুগত্যমূলক রাজনৈতিক সংস্কৃতির সমন্বয় রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করে তোলে


রাজনৈতিক পরিবর্তন সাধনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা;

রাজনৈতিক সংস্কৃতি কেবল স্থিতিশীলতাই নয়, রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে যখন বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তখন পরিবর্তনের দাবি জোরালো হয়। রাজনৈতিক পরিবর্তন সাধনে রাজনৈতিক সংস্কৃতি বিভিন্নভাবে ভূমিকা পালন করে। যেমন-


প্রথমত, রাজনৈতিক সচেতনতা ও জ্ঞানের বিকাশ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। শিক্ষিত ও সচেতন নাগরিকরা নিজেদের অধিকার সম্পর্কে অবগত হলে তারা অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এই সচেতনতা রাজনৈতিক আন্দোলন ও সংস্কারের মাধ্যমে পরিবর্তন সাধনে সহায়তা করে


দ্বিতীয়ত, রাজনৈতিক মূল্যবোধের পরিবর্তন রাজনৈতিক ব্যবস্থার রূপান্তর ঘটায়। যখন সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবাধিকারের মূল্যবোধ শক্তিশালী হয়, তখন পুরোনো বৈষম্যমূলক কাঠামো টিকে থাকতে পারে না। ফলে নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান ও নীতির জন্ম হয়


তৃতীয়ত, রাজনৈতিক আচরণ ও অংশগ্রহণের ধরন পরিবর্তনের মাধ্যমেও রাজনৈতিক সংস্কৃতি রূপান্তর ঘটায়। শান্তিপূর্ণ আন্দোলন, নাগরিক প্রতিবাদ ও গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়, যা সহিংসতার পরিবর্তে টেকসই রূপ নেয়

মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)

একবার নোটস নিলে সেই পেপারের ওপর পরবর্তীতে আরো কোনো পেশ্নের উত্তর দরকার হলে সেটা দিয়ে দেওয়া হবে। 

উপসংহার;

পরিশেষে বলা যায়, রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তন—উভয় ক্ষেত্রেই কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করে, আবার সচেতন ও সমালোচনামূলক রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজনীয় পরিবর্তনের পথ প্রশস্ত করে। তাই একটি সুস্থ, ন্যায়ভিত্তিক ও কার্যকর রাজনৈতিক ব্যবস্থার জন্য উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য

এই পেপারের ওপর অন্যান্য নোটস

Unit-1

১) রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আলোচনা করো।

উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো

২) রাজনৈতিক সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো।

উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।

৩) রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও পরিধি উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।

৪) রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও। এর বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।

৫) রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তরঃ উত্তরের জন্য এখানে ক্লিক করো।

মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)

একবার নোটস নিলে সেই পেপারের ওপর পরবর্তীতে আরো কোনো পেশ্নের উত্তর দরকার হলে সেটা দিয়ে দেওয়া হবে। 

৬) রাজনৈতিক সমাজীকরণ বলতে কী বোঝোএর প্রধান নির্ধারকগুলো উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৭) রাজনৈতিক অংশগ্রহণের সংজ্ঞা দাও। রাজনৈতিক অংশগ্রহণের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৮) নির্বাচকমণ্ডলী (Electorate) বলতে কী বোঝোভারতে নির্বাচকমণ্ডলীর প্রধান যোগ্যতাগুলি উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৯) নির্বাচলী আচরন বলতে কী বোঝ? ভারতে নির্বাচনী আচরন প্রভাবিতকারী প্রধান উপাদাগুলি উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

Unit-2

১) রাজনৈতিক যোগাযোগ (Political Communication) বলতে কী বোঝোএর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

২) রাজনৈতিক যোগাযোগের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৩) রাজনৈতিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলি উল্লেখ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৪) রাজনৈতিক যোগাযোগের প্রধান মডেলগুলি (Models of Political Communication) আলোচনা করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৫) রাজনৈতিক উন্নয়ন (Political Development) বলতে কী বোঝোএর প্রধান তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলি ব্যাখ্যা করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৬) আধুনিকীকরণ (Modernisation) ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৭) সামাজিক স্তরবিন্যাস (Social Stratification) ও রাজনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৮) রাজনীতিতে জাতিউপজাতি ও ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 

৯) সামরিক হস্তক্ষেপের বিভিন্ন শর্ত ও বিভিন্ন রূপগুলি (Modes of Intervention) আলোচনা করো।

উত্তরঃ উত্তরের জন্য WhatsApp 8101736209 এই নম্বরে। 


অন্যান্য ইউনিভার্সিটির নোটস(UG)

যে ইউনিভার্সিটির নোটস দরকার তার ওপর ক্লিক করো

University of Calcutta

Bankura University

University of Burdwan

Kazi Nazrul University

University of Kalyani

Sidho-Kanho-Birsha University

Vidyasagar University

West Bengal State University

Cooch Behar Panchanan Barma University

University of North Bengal

University of Gour Banga

Tripura University

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code