প্রশ্ন-১; ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)
অথবাপ্রশ্ন-২; ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)
অথবাপ্রশ্ন-৩; ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)
অথবাপ্রশ্ন-৪; ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)
অথবাপ্রশ্ন-৫ ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের চারটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ১০ (২০২৩)
অথবাপ্রশ্ন-৬; ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)উত্তরঃ
ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্যঃ
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম অঙ্গ হল রাজনৈতিক দল।
যদিও প্রত্যেক গণতান্ত্রিক দেশের দলব্যবস্থা একরকম নয়। দেশের সামাজিক, রাজনৈতিক,
অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি অনুসারে একটি দেশের দলব্যবস্থার প্রকৃতি নির্ধারিত
হয়। এদিক থেকে ভারতের দলব্যবস্থায় নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি দেখা যায়।
যথা-
i) সংসদীয় গণতন্ত্র ভারতের দলব্যবস্থার ভিত্তিঃ
ভারতের
সংবিধানে রাজনৈতিক দলের উল্লেখ না থাকলেও সংবিধানে সংসদীয় গণতন্ত্রের উল্লেখ আছে।
এই সংসদীয় গণতন্ত্রই হল ভারতের দলব্যবস্থার ভিত্তি। এছাড়া ভারতে সমাজ ও রাজনীতির প্রয়োজনের
পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের উদ্ভব, প্রসার ও সম্প্রসারণ ঘটছে।
ii) আদর্শ ও কর্মসূচির বৈচিত্রঃ
ভারতের
রাজনৈতিক দলগুলির মধ্যে আদর্শ ও কর্মসূচির ক্ষেত্রে ব্যাপক বৈচিত্র বর্তমান। কোন
দল সমাজের স্থিতাবস্থা বজায় রাখার পক্ষপাতী আবার কোনো দল বৈপ্লবিক রূপান্তরে
বিশ্বাসী। এছাড়া দলগুলির সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক কর্মসূচি, অর্থনৈতিক পরিকল্পনা
প্রভূতি ক্ষেত্রেও ব্যাপক বৈচিত্র বর্তমান।
iii) ব্যাক্তিকেন্দ্রীক দলঃ
ব্যাক্তিকেন্দ্রীক
রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ হল ভারতের দল ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ভারতে
বিশিষ্ট্য কোন একজন নেতা বা কয়েকজন নেতাকে নিয়ে রাজনৈতিক দলগুলিকে সংগঠিত হতে দেখা
যায়। এছাড়া কখনো কখনো ব্যাক্তির নাম থেকেই উক্ত রাজনৈতিক দলের নামকরন পর্যন্ত করা
হয়ে থাকে। উদাহরণ হিসাবে- কংগ্রেস, কংগ্রেস(ই), তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা
পার্টি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি প্রভূতি রাজনৈতিক দলের নাম উল্লেখ
করা যায়।
iv) অগণতান্ত্রিক কাঠামোঃ
তত্ত্বগত
ভাবে ভারতের রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হলেও বাস্তবে প্রায়
অধিকাংশ রাজনৈতিক দলের কাঠামো অগণতান্ত্রিক। কারন অধিকাংশ রাজনৈতিক দলের সাংগঠনিক
নির্বাচন হয়না, হলেও তা দীর্ঘদীন পর হয়। নেতৃত্বের দাবী নিয়ে প্রায় প্রতিটা দলের
মধ্যে দলীয় কোন্দল চরমে ওঠে।
v) কেন্দ্রীভূত কাঠামোঃ
ভারতের
রাজনৈতিক দলব্যবস্থার কাঠামো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ্য নয়।
কারন ভারতের দলব্যবস্থা কেন্দ্রীভূত। কেন্দ্রীয় নেতৃত্বই তৃণমূল স্তর পর্যন্ত দলের
সাংগঠনিক কাঠামোকে পরিচালনা করে। প্রায় সব ক্ষেত্রেই শীর্ষ নেতৃত্ব অধস্তন
নেতৃত্বের ওপর তাদের সিন্ধান্তগুলো চাপিয়ে দেয়। আবার অধস্তন নেতৃত্বও দলের
অভ্যন্তরীন সমস্যার সমাধান বা কর্মসূচীর গ্রহণের জন্য শীর্ষ নেতৃত্বের অপেক্ষায়
থাকে।
vi) অন্ত:দলীয় কোন্দলঃ
অন্ত:দলীয়
কোন্দল ভারতের দল ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। মতাদর্শ, শৃঙ্খলা, সদস্যপদ,
প্রার্থীপদ, দলীয় কর্মসূচি প্রভূতি প্রশ্নে দলগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
ওঠে। এই অন্তর্দ্বন্দ্বের কারনে একদিকে যেমন দলত্যাগের ঘটনা ঘটে তেমনি দলের মধ্যে
ভাঙ্গনও ঘটে। এই দল ত্যাগ ও ভাঙ্গনের ফলে নতুন নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়। এইভাবে
ভারতের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস থেকে সৃষ্টি হয়েছে।
vii) আঞ্চলিক দলের উপস্থিতিঃ
ভারতে
আঞ্চলিক দাবী ও স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক দল গড়ে উঠতে দেখা যায়। এই দলগুলির
কর্মপরিধি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আঞ্চলিক সমস্যার সাথে সাথে মূলত
ভাষা, ধর্ম, সংস্কৃতি প্রভুতির ভিত্তিতেও এই আঞ্চলিক দলগুলির সৃষ্টি হয়ে থাকে।
আঞ্চলিক দলগুলির মধ্যে তেলেগু দেশম, ডি এম কে, এ আই ডি এম কে, অকালী দল, অসম
গণপরিষদ, মিজো ন্যাশনাল ফ্রান্ট প্রভূতি উল্লেখযোগ্য।
viii) জোট ও মহাজোটঃ
জোট, মহাজোট ও ফ্রন্ট ভারতের দলব্যবস্থার একটি অন্যতম
বৈশিষ্ট্য। মূলত জাতীয় কংগ্রেসের পর সর্বভারতীয় ক্ষেত্রে তেমন কোনো রাজনৈতিক দলের
প্রাধান্য না থাকায় আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ হতে দেখা যায়। জাতীয় রাজনীতির সাথে
সাথে রাজ্য রাজনীতিতেও এই জোট রাজনীতির প্রবণতা বর্তমান। নির্বাচনের সময় সরকার গঠন বা কোনো সরকারকে
পদচ্যুত করার জন্য এই জোট গুরুত্বপূর্ণ্য ভূমিকা পালন করে।
ix) বিরোধী রাজনৈতিক দলের দুর্বলতাঃ
শক্তিশালী
বিরোধী রাজনৈতিক দলের অভাব ভারতের দলব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মূলত
যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেই রাজনৈতিক দলেরই প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।
অন্যদিকে মতাদর্শগত ভিন্নতা, পারস্পরিক রেষারেষি, সংকীর্ণ স্বার্থ এবং সর্বপরি
রাজনৈতিক সহিংসতা প্রভূতির ফলে কোনো শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল গড়ে উঠতে
পারেনি।
x) সাম্পদায়িক দলের উপস্থিতিঃ
ভারত একটি
ধর্মনিরপেক্ষ দেশ হলেও ভারতের মধ্যে অসংখ্য সাম্প্রদায়িক দলের উপস্থিতি দেখা যায়।
মুসলিম লিগ, হিন্দু মহাসভা, শিবসেনা, ইত্তেহাদুল মুসলিমেন প্রভূতি সাম্প্রদায়িক
দলের অন্যতম উদাহরণ। এই সাম্প্রদায়িক দলগুলো নিজ নিজ ধর্মীয় স্বার্থ রক্ষার সাথে
সাথে অন্য ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মনভব পোষণ করে। যদিও
বর্তমানে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোও কোনো না কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রতি
তোষণমূলক নীতি গ্রহণ করে এবং সেই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সাধন
করে।
এছাড়া ভারতের দল ব্যবস্থায়- সংবিধানিক স্বীকৃতির অভাব, অভিন্ন উৎস, গণসংগঠন, ভাষাভিত্তিক দলের উপস্থিতি, দলত্যাগ প্রভূতি বৈশিষ্ট্য দেখা যায়।
এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
প্রথম অধ্যায়
১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)
২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)
৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)
৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
দ্বিতীয় অধ্যায়
১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।
৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)
৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।
৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)
১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)
১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)
১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)
১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
তৃতীয় অধ্যায়ঃ
১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)
২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)
৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)
৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)
৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)
৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)
৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)
চতুর্থ অধ্যায়
১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)
৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)
৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।
৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)
৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)
৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)
১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)
১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
পঞ্চম অধ্যায়
১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)
৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)
৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)
৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)
৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)
৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)
৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)
১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)
১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)
ষষ্ঠ অধ্যায়
১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)
২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)
৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।
৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
সপ্তম অধ্যায়
১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)
২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)
৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)
৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)
৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)
অষ্টম অধ্যায়
১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)
২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)
৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)
৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)
0 মন্তব্যসমূহ