West Bengal State University
UG 5th Semester Political Science Notes
Paper: Major/DS 11 Indian Political Thought-1
জিয়াউদ্দিন বরানীর আদর্শ শাসনব্যবস্থার ধারণা, ধর্মভিত্তিক রাষ্ট্র, শাসকের ভূমিকা ও নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে বিস্তারিত আলোচনা বাংলায়। জিয়াউদ্দিন বরানী, Barani Political Thought, আদর্শ শাসনব্যবস্থা, Medieval Indian Political Thought, Islamic Political Thought, Political Science Notes Bengali, জিয়াউদ্দিন বরানী কে?, বরানীর আদর্শ শাসনের ভিত্তি কী?, বরানী কি গণতন্ত্র সমর্থন করতেন?, বরানীর চিন্তার প্রধান গ্রন্থ কোনটি?,
৬) জিয়াউদ্দিন
বরানীর আদর্শ শাসনব্যবস্থার ধারণাটি আলোচনা করো।
উত্তর;
ভূমিকা;
মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারায় জিয়াউদ্দিন
বরানী (Ziauddin Barani) এক অনন্য
ব্যক্তিত্ব। তিনি ছিলেন দিল্লি সুলতানির একজন বিশিষ্ট ইতিহাসবিদ ও রাজনৈতিক
চিন্তাবিদ। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ফতোয়া-ই-জাহান্দারি’ ও ‘তারিখ-ই-ফিরোজশাহী’-এর মাধ্যমে তিনি
রাষ্ট্র, শাসনব্যবস্থা
ও শাসকের কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট মতামত প্রদান করেন। বরানীর রাজনৈতিক দর্শন
মূলত ইসলামি আদর্শ, নৈতিকতা
ও বাস্তববাদী শাসননীতির সমন্বয়ে গঠিত।
জিয়াউদ্দিন বরানীর আদর্শ শাসনব্যবস্থার ভিত্তি;
জিয়াউদ্দিন বরানীর আদর্শ শাসনব্যবস্থা মূলত
মধ্যযুগীয় ইসলামি রাজনৈতিক চিন্তার ওপর প্রতিষ্ঠিত। তিনি রাষ্ট্রকে কেবল
প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং ধর্মীয় ও নৈতিক দায়িত্বসম্পন্ন
একটি সংগঠন হিসেবে দেখেছেন। তাঁর মতে আদর্শ শাসন তখনই সম্ভব, যখন শাসক ধর্মনিষ্ঠ, সমাজ শৃঙ্খলাবদ্ধ এবং আইন
কঠোরভাবে প্রয়োগযোগ্য হয়। জিয়াউদ্দিন বরানীর আদর্শ শাসনব্যবস্থার ভিত্তি নীচে
আলোচনা করা হল-
i) ইসলামভিত্তিক শাসনব্যবস্থা :
বরানীর মতে আদর্শ শাসনব্যবস্থার প্রধান ভিত্তি হলো ইসলাম। রাষ্ট্র পরিচালিত হবে কোরআন ও হাদিসের নির্দেশ অনুযায়ী—এমনটাই ছিল তাঁর বিশ্বাস। তিনি মনে করতেন, ধর্মহীন শাসনব্যবস্থা নৈতিকতা হারায় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শাসকের দায়িত্ব হবে ইসলামি বিধান কার্যকর করা, ধর্মবিরোধী কার্যকলাপ দমন করা এবং জনগণকে ধর্মীয় পথে পরিচালিত করা। তাঁর দৃষ্টিতে ইসলাম কেবল ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং রাষ্ট্র পরিচালনার মূল নীতিমালা।
মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)
একবার নোটস নিলে সেই পেপারের ওপর পরবর্তীতে আরো কোনো পেশ্নের উত্তর দরকার হলে সেটা দিয়ে দেওয়া হবে।
ii) শক্তিশালী ও নৈতিক শাসকের ভূমিকা :
বরানীর রাজনৈতিক
চিন্তায় শাসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন আদর্শ শাসক হবেন
ধর্মভীরু, ন্যায়পরায়ণ ও দূরদর্শী। শাসকের ব্যক্তিগত চরিত্রই রাষ্ট্রের
চরিত্র নির্ধারণ করে। দুর্বল, বিলাসী কিংবা ভোগপরায়ণ শাসক
রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়—এমন ধারণা তিনি পোষণ করতেন। প্রয়োজনে শাসককে
কঠোর হতে হবে, তবে সেই কঠোরতা হবে রাষ্ট্র ও ধর্মের স্বার্থে,
ব্যক্তিগত স্বার্থে নয়।
iii) ধর্ম ও রাজনীতির সমন্বয় :
বরানীর মতে ধর্ম
ও রাজনীতি একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্য। তিনি বিশ্বাস করতেন, ধর্ম
রাষ্ট্রকে নৈতিক ভিত্তি দেয় এবং রাষ্ট্র ধর্মকে রক্ষা করে। ধর্ম ছাড়া রাষ্ট্র
নৈতিক দিকনির্দেশ হারায়, আর রাষ্ট্র ছাড়া ধর্ম দুর্বল হয়ে
পড়ে। এই কারণে তিনি ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার বিরোধিতা করেন। তাঁর আদর্শ শাসনে
শাসক ধর্মীয় অনুশাসন মেনে চলবেন এবং উলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করবেন।
iv) সামাজিক শ্রেণিবিন্যাসের স্বীকৃতি :
বরানী সমাজকে স্বাভাবিকভাবেই শ্রেণিভিত্তিক বলে মনে করতেন। তাঁর মতে সমাজে উচ্চ ও নিম্ন শ্রেণির অস্তিত্ব অপরিহার্য এবং তা ঈশ্বরনির্ধারিত। উচ্চশ্রেণি শাসন ও জ্ঞানচর্চায় নিয়োজিত থাকবে, আর নিম্নশ্রেণি শ্রম ও সেবার কাজ করবে। তিনি সামাজিক সমতা বা গণতান্ত্রিক ধারণাকে সমর্থন করেননি, কারণ এতে শৃঙ্খলা নষ্ট হয় বলে মনে করতেন। শ্রেণিভেদ বজায় রাখাই তাঁর মতে রাষ্ট্রের স্থিতিশীলতার শর্ত।
মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)
একবার নোটস নিলে সেই পেপারের ওপর পরবর্তীতে আরো কোনো পেশ্নের উত্তর দরকার হলে সেটা দিয়ে দেওয়া হবে।
v) ন্যায়বিচার ও কঠোর আইনপ্রয়োগ :
বরানীর আদর্শ
শাসনব্যবস্থায় ন্যায়বিচার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও তা আধুনিক সমতার ধারণার
ওপর প্রতিষ্ঠিত নয়। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্রের নিরাপত্তা ও
শৃঙ্খলা বজায় রাখতে কঠোর আইন প্রয়োগ অপরিহার্য। অপরাধ দমনের জন্য কঠিন শাস্তি
সমাজে ভয় সৃষ্টি করে এবং শাসনকে দৃঢ় করে। যদিও তাঁর বিচারব্যবস্থায় শ্রেণিভেদ
ছিল, তবুও তিনি একে রাষ্ট্রের স্থায়িত্ব ও শৃঙ্খলার জন্য
প্রয়োজনীয় বলে মনে করতেন।
উপসংহার;
পরিশেষে বলা যায়, জিয়াউদ্দিন বরানীর আদর্শ শাসনব্যবস্থা মধ্যযুগীয় ইসলামি রাজনৈতিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাঁর চিন্তাধারায় ধর্ম, নৈতিকতা ও শাসনব্যবস্থার এক গভীর সমন্বয় লক্ষ করা যায়। যদিও তাঁর রাষ্ট্রচিন্তা আধুনিক গণতন্ত্র, সমতা ও মানবাধিকারের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তবুও তৎকালীন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে তা ছিল যথেষ্ট বাস্তববাদী। বরানী মূলত একটি শৃঙ্খলাবদ্ধ, ধর্মনিষ্ঠ ও শক্তিশালী রাষ্ট্রের পক্ষে মত দেন, যা তাঁর সময়ের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এই বিষয়ের ওপর অন্যান্য নোটস
(যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক করো)
Unit-1
২) প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার উৎস ও বৌদ্ধিক পরিবেশ (intellectual milieu) বিশ্লেষণ করো।
২) প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার উৎস ও বৌদ্ধিক পরিবেশ (intellectual milieu) বিশ্লেষণ করো।
(যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক করো)
৪) ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তায় ব্রাহ্মণ্যবাদী ঐতিহ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫) ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তায় শ্রমণিক ঐতিহ্যের (Shramanic Tradition) ওপর একটি প্রবন্ধ রচনা করো।
৪) ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তায় ব্রাহ্মণ্যবাদী ঐতিহ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫) ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তায় শ্রমণিক ঐতিহ্যের (Shramanic Tradition) ওপর একটি প্রবন্ধ রচনা করো।
মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209 এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf ফাইল)
৬) শ্রমণিক চিন্তাধারার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও অহিংস নীতির রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো।
৭) ব্রাহ্মণ্য ও শ্রমণিক রাজনৈতিক চিন্তার মধ্যে মূল পার্থক্যগুলি উল্লেখ করো।
৮) শান্তিপর্ব অবলম্বনে ব্যাসের রাজনৈতিক দর্শন আলোচনা করো।
৯) রাজধর্ম সম্পর্কে ব্যাসের ধারণা ব্যাখ্যা করো।
১০) শান্তিপর্ব অনুযায়ী একজন আদর্শ শাসকের কর্তব্য ও নৈতিক দায়িত্ব আলোচনা করো।
৬) শ্রমণিক চিন্তাধারার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও অহিংস নীতির রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো।
৭) ব্রাহ্মণ্য ও শ্রমণিক রাজনৈতিক চিন্তার মধ্যে মূল পার্থক্যগুলি উল্লেখ করো।
৮) শান্তিপর্ব অবলম্বনে ব্যাসের রাজনৈতিক দর্শন আলোচনা করো।
৯) রাজধর্ম সম্পর্কে ব্যাসের ধারণা ব্যাখ্যা করো।
১০) শান্তিপর্ব অনুযায়ী একজন আদর্শ শাসকের কর্তব্য ও নৈতিক দায়িত্ব আলোচনা করো।
(যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক করো)
১১) মহাভারতের শান্তিপর্বে ন্যায়ভিত্তিক শাসনের ধারণা বিশ্লেষণ করো।
১২) মনুর সামাজিক আইনের ধারণার মূল্যায়ন করো।
১৩) মনুর রাষ্ট্রচিন্তায় আইন ও ন্যায়বিচারের ধারণা আলোচনা করো।
১৪) মনুর বর্ণভিত্তিক সমাজব্যবস্থার রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো।
১১) মহাভারতের শান্তিপর্বে ন্যায়ভিত্তিক শাসনের ধারণা বিশ্লেষণ করো।
১২) মনুর সামাজিক আইনের ধারণার মূল্যায়ন করো।
১৩) মনুর রাষ্ট্রচিন্তায় আইন ও ন্যায়বিচারের ধারণা আলোচনা করো।
১৪) মনুর বর্ণভিত্তিক সমাজব্যবস্থার রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো।
Unit-2
১) কৌটিল্যের দণ্ডনীতির ধারণাটি বিশ্লেষণ করো।
২) কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। তুমি কি মনে করো বর্তমান রাষ্ট্র পরিচালনায় এর প্রাসঙ্গিকতা আছে? যুক্তিসহ আলোচনা করো।
১) কৌটিল্যের দণ্ডনীতির ধারণাটি বিশ্লেষণ করো।
২) কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। তুমি কি মনে করো বর্তমান রাষ্ট্র পরিচালনায় এর প্রাসঙ্গিকতা আছে? যুক্তিসহ আলোচনা করো।
সমস্ত প্রশ্নের উত্তর মাত্র 199 টাকায় পেতে চাইলে সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
৩) কৌটিল্যের কূটনীতি ও বৈদেশিক নীতির মূল নীতিসমূহ আলোচনা করো।
৪) দীঘা নিকায়াতে বর্ণিত রাজত্বের উৎপত্তি ও রাজশক্তির ধারণা ব্যাখ্যা করো।
৫) মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো।
৩) কৌটিল্যের কূটনীতি ও বৈদেশিক নীতির মূল নীতিসমূহ আলোচনা করো।
৪) দীঘা নিকায়াতে বর্ণিত রাজত্বের উৎপত্তি ও রাজশক্তির ধারণা ব্যাখ্যা করো।
৫) মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো।
(যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক করো)
৬) বরানীর আদর্শ রাষ্ট্রের ধারণার বিশ্লেষণ করো।
৭) জিয়াউদ্দিন বরানীর আদর্শ শাসনব্যবস্থার ধারণাটি আলোচনা করো।
৮) জিয়াউদ্দিন বরানির রাষ্ট্রচিন্তা অনুসারে একজন মুসলিম শাসকের কর্তব্য ও দায়িত্ব আলোচনা করো।
৯) বরানীর রাজনৈতিক চিন্তায় ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক বিশ্লেষণ করো।
১০) আবুল ফজলের রাজতন্ত্র সম্পর্কিত ধারণা বিশ্লেষণ করো।
১১) আবুল ফজলের রাষ্ট্রচিন্তায় সম্রাটের ভূমিকা ও সার্বভৌমত্বের ধারণা আলোচনা করো।
৬) বরানীর আদর্শ রাষ্ট্রের ধারণার বিশ্লেষণ করো।
৭) জিয়াউদ্দিন বরানীর আদর্শ শাসনব্যবস্থার ধারণাটি আলোচনা করো।
৮) জিয়াউদ্দিন বরানির রাষ্ট্রচিন্তা অনুসারে একজন মুসলিম শাসকের কর্তব্য ও দায়িত্ব আলোচনা করো।
৯) বরানীর রাজনৈতিক চিন্তায় ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক বিশ্লেষণ করো।
১০) আবুল ফজলের রাজতন্ত্র সম্পর্কিত ধারণা বিশ্লেষণ করো।
১১) আবুল ফজলের রাষ্ট্রচিন্তায় সম্রাটের ভূমিকা ও সার্বভৌমত্বের ধারণা আলোচনা করো।
(যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক করো)
১২) ভক্তি আন্দোলনে কবীরের অবদান মূল্যায়ন করো।
১৩) ভারতের সমন্বয়বাদী রাষ্ট্রনৈতিক চিন্তায় কবীরের অবদান আলোচনা করো।
১৪) কবীরের চিন্তায় ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক সমতার ধারণা ব্যাখ্যা করো।
১৫) ইসলামি রাষ্ট্রনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
১২) ভক্তি আন্দোলনে কবীরের অবদান মূল্যায়ন করো।
১৩) ভারতের সমন্বয়বাদী রাষ্ট্রনৈতিক চিন্তায় কবীরের অবদান আলোচনা করো।
১৪) কবীরের চিন্তায় ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক সমতার ধারণা ব্যাখ্যা করো।
১৫) ইসলামি রাষ্ট্রনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।


0 মন্তব্যসমূহ